রোযা অবস্থায় হিজামা করালে কি রোযার কোনে ক্ষতি হয়?

প্রশ্ন                                                                                         

গতবার রমযান মাসে আমি একবার হিজামা করিয়েছিলাম। তবে এরপরে সারাদিন আর কিছু খাইনি। কিন্তু এখন সন্দেহ হচ্ছে যে, আমার ঐ রোযা আদায় হয়েছে কি? এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, আমার ঐ রোযার হুকুম কী হবে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হাঁ আপনার ঐ রোযা আদায় হয়েছে। হিজামা করালে রোযা ভাঙ্গে না। হাদিস শরিফে এসেছে-

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: احْتَجَمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ صَائِمٌ.

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) ইহরামের হালতে রোযা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন।  (জামে তিরমিযী, হাদিস: ৭৭৫)

-আলমাবসুত, সারাখসী ৩/৫৭; ফাতহুল কাদীর ২/২৫৬; বাদায়েউস সনায়ে ২/২৭০; রদ্দুল মুহতার ২/৪২০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী