অন্যের পক্ষ থেকে রমী করার পদ্ধতি কী
প্রশ্ন
অন্যের পক্ষ থেকে রমী করার পদ্ধতি কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তসম্মত ওজরের কারণে একজনের পক্ষ থেকে অপরজনের রমী করা জায়েয আছে। এ ক্ষেত্রে উত্তম হলো প্রথমে নিজের পক্ষ থেকে রমী সমাপ্ত করবে। এরপর অপরের পক্ষ থেকে বদলি আদায় করবে। একটি কঙ্কর নিজের পক্ষ থেকে অপরটি বদলি হিসেবে -এভাবে কঙ্কর নিক্ষেপ করা মাকরুহ। আহকামে হজ্ব, পৃ. ৭৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/2169/article-details.html