ঋণের টাকার সাথে অতিরিক্ত ফসল গ্রহণ করার শর্তে ঋণ দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন                                                                                         

আমাদের এলাকার একজন চাষী ফসল ফলাতে গিয়ে অভাবে পড়ে যায়।  তখন সে মানুষের কাছ থেকে সার ইত্যাদি কেনার জন্য এই বলে ঋণ নেয় যে, আমাকে এখন ১০,০০০/- টাকা ঋণ দিন, পরবর্তীতে ফসল হওয়ার পর কিছু ফসলসহ পূর্ণ ১০,০০০/- টাকা ফেরত দিয়ে দিব। জানার বিষয় হলো, এ ধরনের ঋণচুক্তি  করা বৈধ আছে কি?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

এভাবে ঋণের বিনিময়ে ফসল দেওয়ার চুক্তি করা সম্পূর্ণ হারাম। এটি সুস্পষ্ট সুদি চুক্তি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-

وَ اَحَلَّ اللهُ الْبَیْعَ وَ حَرَّمَ الرِّبٰوا.

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর সুদকে করেছেন হারাম। (সূরা বাকারা, আয়াত: ২৭৫)

হাদিস শরিফে হযরত জাবের (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন-

لَعَنَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاء.

অর্থাৎ সুদখোর, সুদ প্রদানকারী, সুদি চুক্তির লেখক এবং এর সাক্ষী এদের সবার উপর রাসূলুল্লাহ (সা.) অভিসম্পাত করেছেন এবং বলেছেন, এরা সবাই সমান (অপরাধী)। (সহিহ মুসলিম, হাদিস: ১৫৯৮)

তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ঋণগ্রহীতা থেকে শুধু তার দেওয়া ১০,০০০/- টাকাই উসুল করা যাবে। ফসল বা অন্য কিছু অতিরিক্ত নেওয়া হারাম হবে।

-আহকামুল কুরআন জাসসাস ১/৪৬৯; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২১৭৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29872&preview=true