মাগরিবের ওয়াক্ত হওয়ার পরপরই যদি মুজদালিফায় পৌঁছে যায় তাহলে কি মাগরিবের নামাজ পড়ে নিবে

প্রশ্ন                                                                                                         

আমার আম্মা এ বছর হজ্বে যাবেন ইনশাআল্লাহ। তিনি জানতে চাচ্ছেন,যদি তিনি মাগরিবের ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ পরেই মুজদালিফায় পৌঁছে যান তাহলে কি মাগরিবের নামাজ পড়ে নিবেন?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

৯ যিলহ্জ্ব মাগরিবের পর ইশার ওয়াক্ত হওয়ার পূর্বেই কেই যদি মুজদালিফায় পৌঁছে যায় তাহলেও মাগরিবের নামাজ পড়বে না। বরং যখন ইশার ওয়াক্ত হবে তখন মাগরিব ও ইশা একসাথে আদায় করবে। হাদিস শরিফে এসেছে, ‘রাসূলুল্লাহ (সা.) মাগরিবের নামায ইশার ওয়াক্তে আদায় করেছেন।’ [সহিহ মুসলিম ১/৪১৬;] মানাসিক ২১৮; আদ্দুররুল মুখতার ২/৫০৯; গুনইয়াতুন নাসিক পৃ. ১৬৪; গুনইয়াতন নাসিক ১৬৭; মানাসিকে মোল্লা আলী কারী পৃ. ২২০; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩০; আদ্দুররুল মুখতার ২/৫০৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: . মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/2019/article-details.html