সুবহে সাদিকের পূর্বে মুজদালিফায় পৌঁছতে না পারলে মাগরিব ও ইশার নামাজ কীভাবে পড়বে
প্রশ্ন
আমরা জানি হজ্বের সময় ৯ যিলহজ্ব মুজদালিফায় পৌঁছে মাগরিব-ইশা এই দুই নামাজ একসাথে আদায় করবে। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি সুবহে সাদিকের পূর্বে মুজদালিফায় পৌঁছতে না পারেন তাহলে তিনি কী করবেন ?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হজ্বের সময় ৯ যিলহজ্ব মুজদালিফায় পৌঁছে মাগরিব-ইশা এই দুই নামাজ একসাথে আদায় করা ওয়াজিব। তবে কোনো ব্যক্তি যদি সুবহে সাদিকের পূর্বে মুজদালিফায় পৌঁছতে না পারে তাহলে পথের মধ্যেই তা পড়ে নিবে। বিখ্যাত তাবেয়ী তাউস (রহ.) থেকে বর্ণিত, ‘তিনি মুযদালিফা ব্যতীত অন্য কোনো স্থানে নামাজ পড়া মাকরুহ মনে করতেন। তবে প্রয়োজন বশত হলে মাকরুহ মনে করতেন না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৪২৩১] উল্লেখ্য, পথে নামাজ আদায়ের পর যদি সুবহে সাদিকের পূর্বে মুজদালিফায় পৌঁছে যেতে পারে তাহলে পুনরায় এই দুই নামাজ পড়ে নিবে। তাবয়ীনুল হাকায়েক ২/২৮, আলবাহরুর রায়েক ২/৩৪২, আলমুহীতুল বুরহানী ৩/৪০৪, তাতারখানিয়া ২/৪৫৮, ফাতাওয়া হিন্দিয়া ১/২৩০; গুনইয়াতুন নাসিক ১৬৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/2018/article-details.html