ইহরাম গ্রহণের পূর্বের সুগন্ধি ইহরাম গ্রহণের পরও যদি থেকে যায় তাহলে কোনো সমস্যা হবে কি
প্রশ্ন
ইহরাম গ্রহণের পূর্বে যদি কেউ তার শরীরে সুগন্ধি ব্যবহার করে এবং তার ঘ্রাণ ইহরামের পরও থেকে যায় তাহলে কোনো সমস্যা হবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম গ্রহণের পূর্বে যদি কেউ তার শরীরে সুগন্ধি ব্যবহার করে এবং ইহরাম গ্রহণের পরও তার শরীরে সুগন্ধি লেগে থাকে তাহলে এতে কোনো সমস্যা হবে না। হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) ইহরাম গ্রহণের সময় তাঁর সর্বাধিক উত্তম সুগন্ধিটি ব্যবহার করতেন। তিনি বলেন, ইহরাম বাঁধার পর তাঁর শ্মশ্রু ও শির মোবারকে তেলের ঔজ্জ্বল্য দেখতে পেতাম।’ [সহিহ মুসলিম ১/৩৭৮] রদ্দুল মুহতার ২/৪৮৯; গুনইয়াতুন নাসিক পৃ. ৭০; ফাতাওয়া হিন্দিয়া ১/২২২; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ৯৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/2006/article-details.html