কোনো ব্যক্তির যদি রাতের বেলা স্ত্রী সহবাস করে অতপর গোসল না করে  এ অবস্থায় সাহরি খায় তাহলে কি তার রোযা হবে

প্রশ্ন                                                                                                         

রোযা সহিহ হওয়ার জন্য পবিত্র থাকা জরুরি নয়। কেউ যদি স্ত্রী সহবাসের কারণে  রাতের বেলা অপবিত্র হয়ে যায় তাহলে এ অবস্থায় সাহরি খেয়ে রোযা রাখতে কোনো সমস্যা নেই।

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হাদিস শরিফে আছে, রাসূল (সা.) স্ত্রী সহবাসের কারণে জুনুবী অবস্থাতে ফজরের ওয়াক্ত হয়ে যেত। এরপর তিনি গোসল করতেন এবং রোজা রাখতেন। [সহিহ বুখারি, হাদিস: ১৯২৬] তবে এ ক্ষেত্রে যেন ফজর নামাজ কাযা না হয়ে যায় সে বিষয়ে সবিশেষ খেয়াল রাখতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়ে নিতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: . মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1974/article-details.html