মাগরিবের পর কারা কারা কঙ্কর নিক্ষেপ করতে পারবে
প্রশ্ন
আমরা জানি. মিনায় কঙ্কর নিক্ষেপ করার সময় মাগরিব পর্যন্ত। মাগরিবের পর মহিলা ও মাজুর ব্যক্তি ছাড়া অন্যদের জন্য কঙ্কর নিক্ষেপ করা মাকরুহ। প্রশ্ন হলো, এ ক্ষেত্রে কোন ধরনের ওজর গ্রহণযোগ্য? শারীরিক কষ্টের কারণে কি বিলম্ব করা জায়েয হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের বিধান পালনে কিছু না কিছু কষ্ট তো রয়েছেই। বিশেষ করে হজ্বের প্রায় সকল আমলেই কষ্টের পরিমাণ একটু বেশি। এ জন্য হজ্বের ফযিলতও অনেক বেশি। এ কেক্ষেত্রে ওজর বলতে এমন ওজর উদ্দেশ্য যার কারণে ভিড় সহ্য করা সম্ভব নয়। অর্থাৎ যারা খুবই রুগ্ন বা খুবই দুর্বল। এমন ব্যক্তিগণ মাগরিবের পরও কঙ্কর নিক্ষেপ করতে পারবেন। উল্লেখ্য, কঙ্কর নিক্ষেপ করার শেষ সময় সুবহে সাদিক পর্যন্ত। তবে মাগরিব পর্যন্ত সময় উত্তম বলে বিবেচ্য। আদদুররুল মুখতার ২/৫১২ রদ্দুল মুহতার ২/৫১২আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1970/article-details.html