হজ্বের মধ্যে কুরবানি কোথায় করবে
প্রশ্ন
হজ্বের মধ্যে কুরবানি কি মিনাতেই হওয়া জরুরি? মক্কায় কি কুরবানি করা জায়েয আছে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হারাম শরিফের সীমানার ভেতর যেকোনো স্থানে কুরবানি করা জায়েয। তবে হজ্বের দিনগুলোতে মিনাতেই কুরবানি করা উত্তম। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, وَكُلُّ مِنًى مَنْحَرٌ ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ مَنْحَرٌ ‘গোটা মিনা কুরবানীর স্থান এবং মক্কার সকল গলি চলার পথও কুরবানির স্থান।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫৭৭৩] সুতরাং অন্য কোথাও কুরবানি না করে মিনাতেই কুরবানি করা উচিত। মাবসুত ৪/১৩৬আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1968/article-details.html