জায়গা-সংকীর্ণতার কারণে কোনো উঁচু স্থানে সিজদা করা যাবে কি?
প্রশ্ন
গত সপ্তাহে জুমার নামাযে মসজিদে যেতে আমার দেরি হয়ে যায়। একারণে নামাযের শুরুতে কাতারে জায়গা না পেয়ে আমরা কয়েকজন মুসল্লি কাতারের পাশে সিঁড়ির সামনে দাঁড়াই এবং জায়গা-সংকীর্ণতার কারণে প্রথম সিঁড়ির উপর সিজদা করে নামায পড়ি। আমাদের উক্ত নামায কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, আপনাদের উক্ত নামায সহিহ হয়েছে। কারণ, জায়গা-সংকীর্ণতার কারণে কোনো উঁচু স্থানে এমনকি অন্য মুসল্লির পিঠের উপর সিজদা করলেও নামায হয়ে যায়। হযরত উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
إذَا لَمْ يَقْدِرْ أَحَدُكُمْ عَلَى السّجُودِ يَوْمَ الْجُمُعَةِ ، فَلْيَسْجُدْ عَلَى ظَهْرِ أَخِيهِ.
কোনো ব্যক্তি যদি জুমার নামাযে জায়গা-সংকীর্ণতার কারণে মাটিতে সিজদা করার জায়গা না পায় সে যেন অন্য মুসল্লির পিঠের উপর সিজদা করে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২৭৩৫)
-কিতাবুল আছল ১/১৭৯; ফাতহুল কাদীর ১/২৬৪; আলমুহীতুল বুরহানী ২/১২১; ফাতাওয়া হিন্দিয়া ১/৭০; শরহুল মুনয়া পৃ. ২৮৬; খিযানাতুল আকমাল ১/৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28027&preview=true