নারীদের জন্য মাহরাম ছাড়া সফরসম দূরত্বে গমন করার বিধান কী?
প্রশ্ন
হুজুর, আমার স্বামী ইন্তেকাল করেছেন এক বছর আগে। আমি সিলেট থাকি। আমার বড় মেয়ে পরিবারসহ ঢাকায় থাকে। আমার একটি ছেলে আছে, যার বয়স সাত বছর। প্রশ্ন হল, আমি আমার ঐ ছেলের সাথে কি ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যেতে পারব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, আপনার সত বছর বয়সী ছেলের সঙ্গে সিলেট থেকে ঢাকা সফর করা জায়েয হবে না। কেননা মহিলাদের জন্য সফরসম দূরত্বে (৪৮ মাইল বা তার অধিক) গমনের ক্ষেত্রে সঙ্গে প্রাপ্তবয়স্ক মাহরাম পুরুষ অথবা অন্তত প্রাপ্তবয়স্কের কাছাকাছি কোনো মারহাম থাকা জরুরি। আর সাত বছর বয়সী ছেলে প্রাপ্তবয়স্কের কাছাকাছি নয়। -আলমুহীতুর রাযাবী ২/১৩২; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৯; খুলাসাতুল ফাতাওয়া ২/৫৩; শরহু মুখতাসারিল কারখী ২/৪২৩; খিযানাতুল আকমাল ১/৩৭৬আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27473&preview=true