পানিতে তেলাপোকা বা টিকটিকির বিষ্ঠা পড়লে সেই পানি দিয়ে ওযু সহিহ হবে কি?

প্রশ্ন                                                                                         

গতকাল ওযু করার সময় পাত্রে তেলাপোকা বা টিকটিকির বিষ্ঠা দেখেছি। পরে ঐ পানি দিয়েই ওযু শেষ করি। ঐ অযু দিয়ে আসরের নামায পড়েছি। এখন আমি জানতে চাচ্ছি, আমার নামায কি সহিহ হয়েছে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হাঁ, আপনার উক্ত ওযু সহিহ হয়েছে। কারণ টিকটিকি বা তেলাপোকার বিষ্ঠা নাপাক নয়। তা পানিতে পড়ার কারণে পানি নাপাক হয়ে যায়নি। সুতরাং ঐ পানি দ্বারা অযু করা সহিহ হয়েছে এবং আপনার নামাযও আদায় হয়েছে।   -আলমাবসূত, সারাখসী ১/৫১; কিতাবুল আছল ১/৫৫; ইমদাদুল আহকাম ১/৩৮৩; আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ২৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27366&preview=true

বিষয়সমূহ