যৌথ কারবারে লাভ-লোকসান নির্ধারণের পদ্ধতি।

প্রশ্ন                                                                                         

আমি ও আমার এক বন্ধু দুজনে মিলে মাছ চাষ করি। মূলধন হিসেবে আমাদের উভয়েরই দুই লক্ষ টাকা করে রয়েছে। এই ব্যবসায় আমার বন্ধুর দক্ষতা বেশি থাকায় তার জন্য ৬০% এবং আমার জন্য ৪০% লভ্যাংশ নির্ধারণ করি। এবং ব্যবসায় লোকসান হলে প্রত্যেকে উক্ত হার অনুযায়ী লোকসান বহন করার চুক্তি করি। আমাদের জানার বিষয় হল, উক্ত কারবারে লাভ-লোকসান উভয় ক্ষেত্রে তার জন্য ৬০% আর আমার জন্য ৪০% নির্ধারণ করা কী শরীয়তসম্মত হয়েছে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধুর জন্য ৬০% আর আপনার জন্য ৪০% লভ্যাংশ নির্ধারণ করা সহিহ হয়েছে। কিন্তু লভ্যাংশের এ হার অনুযায়ী লোকসান বহন করার চুক্তি সহিহ হয়নি। কেননা যৌথ মূলধনী কারবারে লোকসান হলে তা প্রত্যেকের মূলধনের হার অনুপাতেই বহন করতে হবে। লোকসান বহনের ক্ষেত্রে মূলধন থেকে কম-বেশির শর্ত করা জায়েয নয়।   -মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২০৩২৯; আলমাবসূত, সারাখসী ১১/১৫৬; আলবাহরুর রায়েক ৫/১৭৪; ফাতহুল কাদীর ৫/৩৯৭; বাদায়েউস সানায়ে ৫/৮৩; শরহুল মাজাল্লাহ, আতাসী ৪/২৬৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27301&preview=true