জানাযার নামাযের ক্ষেত্রে ইমাম সাহেব মাইয়্যেতের কোন পাশে দাঁড়াবে?

প্রশ্ন                                                                                         

জানাযার নামায পড়ানোর সময় ইমাম সাহেবের দাঁড়ানোর সঠিক নিয়ম কী? তিনি মাইয়্যেতের কোন পাশে দাঁড়াবেন? এক্ষেত্রে পুরুষ-মহিলার মধ্যে কোনো পার্থক্য আছে কি? সুন্নাহসম্মত পদ্ধতি কী? দয়া করে জানাবেন।

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

জানাযার নামাযে সুন্নাহসম্মত পন্থা হল, ইমাম মায়্যেতের সীনা বরাবর দাঁড়াবেন। পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রেই একই হুকুম প্রজোয্য। ইমাম শা‘বী (রাহ.) বলেন-

يَقُومُ الّذِي يُصَلِّي عَلَى الْجِنَازَةِ عِنْدَ صَدْرِهَا.

যিনি জানাযার নামায পড়াবেন তিনি মায়্যেতের সীনা বরাবর দাঁড়াবেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ১১৬৬৭) অনুরূপ হযরত ইবরাহীম নাখায়ী ও আতা (রাহ.) প্রমুখ তাবিয়ী থেকে এ বিষয়টি প্রমাণিত রয়েছে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ১১৬৭১-১১৬৭২)   -কিতাবুল আছল ১/৩৫১; বাদায়েউস সানায়ে ২/৪৯; আলবাহরুর রায়েক ২/১৮৬; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৪; ইলাউস সুনান ৮/২৭৪; আদ্দুররুল মুখতার ২/২১৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27079&preview=true