সূরা কদর পাঠ করলে কি সিদ্দীকিনদের সাথে হাশর হয়

প্রশ্ন                                                                                         

একটি বইয়ে পেলাম, অজুর পর একবার সূরা কদর পাঠ করা হলে সিদ্দীকিনদের সাথে হাশর হবে। জানতে চাচ্ছি, এর কোনো ভিত্তি আছে কি?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

অজুর পর সূরা কদর পাঠ করার বর্ণনাটি একটি ভিত্তিহীন বর্ণনা। ইমাম সাখাবী (রহ.) বলেন,

قراءة ‌سورة {‌إِنَّا ‌أَنْزَلْنَاهُ} ‌عقب ‌الوضوء ‌لا ‌أصل ‌له

‘অজুর পর সূরা কদর পাঠ করার বর্ণনাটি ভিত্তিহীন।’ [আলমাকাসিদুল হাসানাহ পৃ. ৬৬৪; বর্ণনা: ১১৬২]

তবে অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করা শরিয়ত সম্মত ও মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ – أَوْ فَيُسْبِغُ – الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ

‘তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম ও পূর্ণরূপে অজু করে এ দোয়া পড়বে- ‘আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু’। তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৩৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/27035/article-details.html