হজ্বে মাথা মুন্ডানোর আগে নখ-চুল কাটলে কি জরিমানা ওয়াজিব হয়?

প্রশ্ন                                                                                         

হজ্বের সফরে আমি ১০ জিলহজ্ব কুরবানি করার পর এহরাম ত্যাগ করার আগে মাথা মুন্ডাতে যাই। কিন্তু সেখানে অনেক ভীড় ছিল। তাই আমি মাথা মুন্ডানোর আগেই নখ-মোচ কাটতে শুরু করি। তখন এক সঙ্গী আমাকে বললেন, মাথা মুন্ডানোর আগে নখ-চুল কাটলে জরিমানা ওয়াজিব হয়। হযরতের কাছে জানতে চাচ্ছি, মাথা মুন্ডানোর আগে কি নখ-চুল কাটলে জরিমানা ওয়াজিব হয়? এ ব্যাপারে শরীয়তের বিধান কী?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

হজ্বকারী কুরবানী করলেও মাথা মুণ্ডানোর আগে যেহেতু ইহরাম অবস্থায় থাকে, তাই এ সময়ে নখ-মোচ কাটা বা শরীরের অন্যান্য পশম পরিষ্কার করা নিষিদ্ধ। মাথা মুণ্ডিয়ে বা চুল ছোট করে ইহরাম থেকে হালাল হয়ে যাওয়ার পর এ কাজগুলো করা যাবে। তাই এ সময়ে হালাল হওয়ার আগে উক্ত কাজগুলো করার আগে আপনার উপর  জরিমানা আবশ্যক হয়েছে।   -আলমাবসূত, সারাখসী ৪/৭৭; আলবাহরুল আমীক ৩/১৭৯০; খিযানাতুল আকমাল ১/৩৪০; রদ্দুল মুহতার ২/৫১৫; গুনইয়াতুন নাসিক, পৃ. ১৭৪; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৮৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26816&preview=true