পণ্য হস্তগত করার আগে অন্যত্র বিক্রি করা জায়েয নেই।

প্রশ্ন                                                                                         

আমার একটি মাকতাবা আছে। আমি ভারতের একটি মাকতাবা থেকে ‘সালাম’ চুক্তির ভিত্তিতে পাঁচ মাসের মেয়াদে পাচঁ লক্ষ টাকার বিনিময়ে ১০০ সেট ফাতাওয়ায়ে শামী ক্রয় করি। এই চুক্তির সময় আমি উক্ত মাকতাবাকে পূর্ণ  টাকা পরিশোধ করে দিয়েছি। চুক্তির পাঁচ মাস পূর্ণ হতে এখনো তিন মাস বাকি। এখন আমার জরুরি ভিত্তিতে কিছু টাকার প্রয়োজন। তাই আমি ঐ ১০০ সেট ফাতাওয়ায়ে শামী থেকে ৫০ সেট আমার পাশের এক মাকতাবার কাছে নগদ টাকার বিনিময়ে বিক্রি করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, আমার এই বিক্রি কি জায়েয হবে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মাকতাবা থেকে কিতাবগুলো বুঝে পাওয়ার পূর্বে আপনার জন্য ঐ কিতাব অন্য কারো কাছে বিক্রি করা জায়েয হবে না। হাদিস শরিফে এসেছে- أَنّ حَكِيمَ بْنَ حِزَامٍ أَخْبَرَهُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي أَشْتَرِي بُيُوعًا فَمَا يَحِلّ لِي مِنْهَا، وَمَا يُحَرّمُ عَلَيّ قَالَ: فَإِذَا اشْتَرَيْتَ بَيْعًا، فَلَا تَبِعْهُ حَتّى تَقْبِضَهُ. হাকীম ইবনে হিযাম (রা.) বলেন, আমি (সা.)-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমি পণ্য ক্রয়-বিক্রয় করি। এর কোন্টি আমার জন্য হালাল এবং কোন্টি হারাম? রাসূলুল্লাহ (সা.) বললেন, যখন তুমি কোনো পণ্য ক্রয় করবে তখন তা হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রয় করবে না। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৩১৬) হযরত ওমর (রা.) বলেন- إذَا أَسْلَمْتَ فِي شَيْءٍ فَلاَ تَبِعْهُ حَتّى تَقْبِضَهُ، وَلاَ تَصْرِفُهُ فِي غَيْرِهِ. তুমি যখন কোনো কিছুতে অগ্রিম ক্রয়চুক্তি (বাইয়ে সালাম) কর, তখন তা হস্তগত হওয়ার পূর্বে অন্যত্র বিক্রয় করবে না এবং তা অন্য কিছু দ্বারা পরিবর্তনও করবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদিস: ২১২৪৪)   -বাদায়েউস সানায়ে ৪/৪৫১; আদ্দুররুল মুখতার ৫/২১৮; শরহু মুখতাসারিত তাহাবী ৩/১৩৩; আলমুহীতুল বুরহানী ৯/২২৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/26755/article-details.html