ছোট বাচ্চা বমি করলে সেই কাপড়ে নামায আদায় করা যাবে কি?
প্রশ্ন
আমার ছেলের বয়স পাঁচ মাস। মাঝে মাঝে দুধ খাওয়ানোর সময় আমার কোলে বমি করে দেয়। তখন আমি টিস্যু দিয়ে বমি মুছে বা হাত দিয়ে পরিষ্কার করেই ঐ কাপড়ে নামায পড়ি। কাপড় পরিবর্তন করি না। আমার জানার বিষয় হলো, দুধের শিশুর বমির বিধান কী? তা পাক, নাকি নাপাক? এই বমির কাপড়ে নামায আাদায় করলে কি আমার নামায হবে?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নের বর্ণনায় মনে হচ্ছে, আপনার ছেলের বমি সাধারণত মুখ ভরে হয় না। যদি তা-ই হয় তাহলে তা নাপাক হবে না। কিন্তু যদি মুখ ভরে হয় তাহলে নাপাক বলে গণ্য হবে। কেননা শিশুর বমিও মুখ ভরে হলে নাপাক। আর মুখ ভরে বমি এক দিরহামের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের) বেশি পরিমাণ কাপড়ে বা শরীরে লাগলে কাপড় নাপাক হয়ে যাবে। সেক্ষেত্রে এই স্থানটি ধৌত করে নামায আদায় করতে হবে। ধোয়া ছাড়া শুধু মুছে ফেলা যথেষ্ট নয়। এক দিরহামের কম হলে ধোয়া ছাড়া নামায পড়া যাবে। হাসান বসরী (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন-الْقَيْءُ وَالْخَمْرُ وَالدّمُ بِمَنْزِلَةٍ.
বমি, মদ ও রক্তের হুকুম একই পর্যায়ের। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২০৩৯) -আলমাবসূত, সারাখসী ১/৮১; আদ্দুররুল মুখতার ১/১৩৭; আলইখতিয়ার ১/১১০; রদ্দুল মুহতার ১/৩১৬; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১৫৯আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/26710/article-details.html