কোনো নারী কি তার স্বামীর টাকায় ফরয হজ্ব আদায় করতে পারবে?
প্রশ্ন
আমার ফরয হজ্ব কি আমার স্বামীর টাকা দিয়ে আদায় করতে পারব নাকি আমার মোহরের টাকা দিয়ে আদায় করতে হবে? আমার নিজের কোনো ইনকাম নেই। এখন আমি কিভাবে হজ্ব আদায় করব? হাদিসে এ ব্যাপারে কী বলে?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মহিলাদের উপর হজ্ব ফরজ হবার জন্য শর্ত হলো, হজ্বে যাওয়া আসা এবং সেখানে অবস্থানের খরচসহ মাহরামেরও হজ্বে যাওয়া আসার খরচের মালিক হওয়া। স্বামীর সম্পদ থাকলেই স্ত্রীর উপর হজ্ব ফরজ হয়ে যায় না। বরং স্ত্রীর নিজস্ব সম্পদ হজ্ব করার পরিমাণ হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন-ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا (سورة آل عمران-97)
মানুষের মধ্যে যারা সেখানে পৌছার সামর্থ্য রাখে, তাদের উপর আল্লাহর জন্য এ ঘরের হজ্ব করা ফরয। (সূরা আলে ইমরান, আয়াত: ৯৭) এতটুকু সম্পদের মালিক মোহরানা বাবদ হোক বা যেকোন হালাল পন্থায়ই হোক না কেন উক্ত মহিলার উপর হজ্ব করা ফরজ। হজ্ব ফরজ হবার পর স্বীয় টাকা দিয়ে হজ্ব করতে পারে। অথবা স্বামী যদি হজ্বের খরচ দিয়ে হজ্ব করায়, তাহলেও মহিলার ফরজ হজ্ব আদায় হয়ে যাবে। -রদ্দুল মুহতার ৩/৪৫৫,৪৬৪; গুনইয়াতুল মানাসিক ১৬; বাদায়েউস সানায়ে /২৯৯-৩০০আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26710&preview=true