বছর পূর্ণ হওয়ার আগে যাকাত আদায় করলে যাকাত হিসেবে গণ্য হবে কি?

প্রশ্ন                                                                                         

আমার একটি দোকান আছে। দোকানে বসলে প্রতিদিনই একের পর এক ভিক্ষুক সাহায্য চাইতে আসে। তাই আমি তাদেরকে যা দান করি তা যাকাতের নিয়তে দান করি। তারপর বছর শেষে ঐ টাকার হিসাব বাদ দিয়ে যাকাত দেই। আমার জানার বিষয় হলো, বছর পূর্ণ হওয়ার আগে এভাবে যাকাত আদায় করা কি আমার জন্য ঠিক হবে?

উত্তর                                                                                       

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

যাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর পূর্ণ হওয়ার পূর্বেও অগ্রিম যাকাত আদায় করা জায়েয। আলী (রা.) থেকে বর্ণিত-

أَنّ العَبّاسَ سَأَلَ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلّ، فَرَخّصَ لَهُ فِي ذَلِكَ.

অর্থাৎ আব্বাস (রা.) রাসূলুল্লাহ (সা.)-কে বছর পূর্ণ হওয়ার পূর্বে নিজের যাকাত আদায় করার ব্যাপারে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ (সা.) তাকে অনুমতি প্রদান করেন। (জামে তিরমিযী, হাদিস: ৬৭৮) তাই উক্ত টাকা গরীবদেরকে যাকাতের নিয়তে প্রদান করার পর বছর শেষে আপনার উপর যা যাকাত আসে তার সাথে সমন্বয় করে নেওয়া জায়েয হবে।   -কিতাবুল আছল ২/১২৩; তাবয়ীনুল হাকায়েক ২/৬৬; আলমুহীতুল বুরহানী ৩/১৯১; ফাতহুল কাদীর ২/১৫৪; শরহু মুখতাসারিত তাহাবী ২/২৬৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৯২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/26660/article-details.html