অবৈধ সন্তান কি তার বাবার থেকে মিরাছ পাবে?
প্রশ্ন
এক দম্পতির বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল। এবং বিয়ের আগে তাদের একটি ছেলে সন্তান হয়। পরে তাদের মধ্যে বিয়ে সংঘটিত হয়। বিয়ের পর তাদের আরও দুইটি সন্তান হয়। সব ছেলেই এখন বড় হয়ে গেছে। তাদের অবৈধ সন্তান এখন আমেরিকায় থাকে। এখন তাদের পরের দুই সন্তান জানতে চাচ্ছে, তাদের অবৈধ সন্তান কি তাদের মা-বাবার মৃত্যুর পর মিরাছ পাবে?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই দম্পতির সন্তানটি যেহেতু অবৈধ সম্পর্কের কারণে হয়েছে তাই ওই সন্তান বাবা থেকে মিরাস পাবে না। হাদিস শরিফে আছে, নবী কারীম (সা.) বলেন-أَيّمَا رَجُلٍ عَاهَرَ بِحُرّةٍ أَوْ أَمَةٍ فَالوَلَدُ وَلَدُ زِنَا لَا يَرِثُ وَلَا يُورَثُ.
যে ব্যক্তি কোনো স্বাধীন নারী অথবা বাদীর সাথে ব্যভিচারে লিপ্ত হল (এবং এতে কোনো সন্তান জন্ম নিল) তাহলে সেটা জারজ সন্তান। সে ব্যভিচারী থেকে মিরাস পাবে না এবং ব্যভিচারীও তার থেকে মিরাস পাবে না। (জামে তিরমিযী, হাদিস: ২১১৩) তবে ওই সন্তান তার মা থেকে মিরাস পাবে এবং ওই মায়ের সন্তান হিসাবে ধর্তব্য হবে। -তাবয়ীনুল হাকায়েক ৭/৪৯১; আলমুহীতুল বুরহানী ২৩/৩৬৪; রদ্দুল মুহতার ৬/৭৭৭; মাজমাউল আনহুর ৪/৫০৭; জামেউল মুযমারাত ৫/৬২৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26628&preview=true