তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যে স্বামী মারা গেলে স্ত্রী কোন ইদ্দত পালন করবে?
প্রশ্ন
আমার বিয়ের ছয় মাস চলে। বিয়ের কয়েকদিন পরে আমি আমার স্বামীর সাথে বাবার বাড়ি বেড়াতে যাই। সেখানে স্বামীর সাথে একটি বিষয়ে ঝগড়া হয়। তখন আমার স্বামী আমাকে ‘তুই তালাক, তোর মা তালাক’ বলে বাড়ি থেকে বের হয়ে চলে যান। পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারি নি। এর মাস খানেক পরে জানতে পারি তার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সে ঐ মেয়েকে বিয়ে করে নেয়। এই কথা শুনে আমার বাবা তার সাথে যোগাযোগ করে। তখন সে বাবার কাছে বলে যে, আমি আপনার মেয়েকে তালাক দিয়ে এসেছি। এবং আরেকটি বিয়ে করেছি। তাই আমার সাথে আর যোগাযোগ করবেন না। তো যেদিন আমার স্বামী আমাকে তালাক দেয় সেদিন থেকে আমি ইদ্দত গণনা করতে থাকি। আমার ইদ্দত শেষ হওয়ার কয়েকদিন আগে জানতে পারি, আমার স্বামী ব্রেইনস্ট্রোক করে মারা যায়। এখন জানার বিষয় হল, আমি কি তালাকের ইদ্দত শেষ করব নাকি স্বামী মারা যাওয়ার কারণে আমাকে নতুন করে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্বামী যেহেতু আপনাকে তালাকে রাজয়ী দিয়েছে, তাই এই ইদ্দতের ভেতর স্বামীর ইন্তেকালের কারণে আপনাকে নতুন করে স্বামী মৃত্যুর ইদ্দত, অর্থাৎ পূর্ণ চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে।عَنِ الزُّهْرِيِّ، وَقَتَادَةَ، قَالَا: إِذَا طَلَّقَ الرَّجُلُ الْمَرْأَةَ وَاحِدَةً، أَوِ اثْنَتَيْنِ، ثُمَّ تُوَفِّي عَنْهَا قَبْلَ انْقَضَاءِ عِدَّتِهَا، اعْتَدَّتْ عِدَّةَ الْمُتَوَفَّى عَنْهَا مِنْ يَوْمِ يَمُوتُ وَوَرِثَتْهُ.
যুহরী (রাহ.) ও কাতাদাহ (রাহ). থেকে বর্ণিত, তাঁরা বলেন, যদি স্বামী তার স্ত্রীকে এক অথবা দুই তালাক দেওয়ার পর ঐ মহিলার ইদ্দত শেষ হওয়ার পূর্বেই মারা যায় তাহলে ঐ মহিলা তার স্বামীর মৃত্যুর দিন থেকে নিয়ে স্বামীর মৃত্যুর ইদ্দত পুরো করবে এবং সে মীরাছ পাবে। (মুসান্নাফে ইবনে আবদুর রাযযাক, বর্ণনা: ১১৭০৯) -কিতাবুল আছল ৪/৪১২; বাদায়েউস সানায়ে ৩/৩১৭; ফাতহুল কাদীর ৪/১৪৩; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৭; রদ্দুল মুহতার ৩/৫১৩; ফাতাওয়া তাতারখানিয়া ৫/২৪২আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26605&preview=true