খোলা তালাকের পর কি স্বামী-স্ত্রী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে?
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে খোলা তালাক হয়ে যায় তাহলে তার ইদ্দত পার হয়ে গেলে তারা কি পুনরায় বিবাহ করতে পারবে?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় খোলা তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয়। হাদিস শরিফে এসেছে,عن ابن عباس أن النبي صلي الله عليه و سلم جعل الخلع تطليقة بائنة
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল (সা.) খোলা তালাককে এক তালাকে বায়েন হিসেবে গণ্য করেছেন। (সুনানে দারাকুতনী, হাদিস: ৪০২৫) তবে খোলা তালাকের নোটিশে যদি একাধিক তালাকের কথা উল্লেখ থাকে তাহলে সেই অনুযায়ী তালাক পতিত হবে। অতএব তালাকের কাগজ দেখার পর আমরা বলতে পারব উক্ত স্বামী-স্ত্রী পুনরায় সংসার করতে পারবে কিনা।আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26552&preview=true