দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে দুআ।
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই সিজদার মাঝে কি কোনো দুআ আছে?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জি, দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে দুআ আছে। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূল (সা.) দুই সিজদার মাঝে বলতেন: اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন। (সুনানে আবু দাউদ, ১/২৩১; সুনানে ইবনে মাজাহ, ১/১৪৮)আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26476&preview=true