জুমার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করার বিধান।
প্রশ্ন
জুমার জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে জামাত পাওয়ার উদ্দেশ্যে তায়াম্মুম করে জুমার জামাতে শরীক হওয়া যাবে কি?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জুমার নামায ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও তায়াম্মুম করা সহীহ নয়; বরং ওযু করাই জরুরি। ওযু করে এসে জামাত না পেলে সেক্ষেত্রে যোহর পড়বে। জামাত ছুটে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করে জুমা পড়লে আদায় হবে না। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন-مَنْ أَدْرَكَ الْجُمُعَةَ فَهِيَ رَكْعَتَانِ، وَمَنْ لَمْ يُدْرِكْ فَلْيُصَلِّ أَرْبَعًا.
কেউ জুমা (জামাতের কিছু অংশ) পেয়ে গেলে তার নামায দুই রাকাত। (অর্থাৎ এক্ষেত্রে সে জুমার নামায দুই রাকাত পূর্ণ করবে) আর জুমার জামাত না পেলে চার রাকাত (যোহরের নামায) পড়বে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৫৩৭৬) -আলমাবসূত, সারাখসী ১/১১৯; কিতাবুল আছল ১/৩০৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৬৩; বাদায়েউস সানায়ে ১/১৭৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26456&preview=true