জানাযার নামাযের তাকবীরে হাত উঠানো।
প্রশ্ন
জানাযার নামাযে অনেকেই সব তাকবীরে হাত উঠায়। আবার অনেকে শুধু প্রথম তাকবীরে হাত উঠায়। কোন পদ্ধতি সঠিক? দয়া করে জানাবেন।উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জানাযার নামাযে শুধু প্রথম তাকবীরেই হাত ওঠাবে। বাকি তাকবীরগুলোতে হাত ওঠাবে না। ওলীদ ইবনে আবদুল্লাহ যুহরী (রাহ.) বলেন- رأيت إبراهيم النَّخعِيّ صلى على الْجِنَازَة، فَكبر عَلَيْهَا أربعا، رفع يَدَيْهِ فِي التَّكْبِيرَة الأولى، وَلم يرفعهما فِيمَا سوى ذلِك. আমি ইবরাহীম নাখায়ী (রাহ.)-কে দেখেছি, তিনি যখন জানাযার নামায পড়তেন তখন চার তাকবীর বলতেন। প্রথম তাকবীরে হাত ওঠাতেন। এ ছাড়া বাকি তাকবীরগুলোতে হাত ওঠাতেন না। (কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা ১/২৩৩; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৫০৪) -বাদায়েউস সানায়ে ২/৫৩; আলমাবসূত, সারাখসী ২/৬৪; ফাতাওয়া খানিয়া ১/১৯২আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26441&preview=true