কোনো হিন্দু ব্যক্তি হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে জবাবে কি বলতে হবে?
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটি দোকান আছে। দোকানে সহযোগী হিসেবে দীর্ঘদিন যাবৎ এক হিন্দু কর্মচারী কাজ করে। আমার দেখাদেখি সেও হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলে। এখন তার হাঁচির জবাবে কি ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা যাবে?উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোনো অমুসলিম হাঁচি দেওয়ার পর যদি ‘আলহামদু লিল্লাহ’ বলে তাহলে তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ না বলে এই দুআ বলবেন,يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
অর্থ: আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন। হাদিস শরিফে এসেছে, হযরত আবূ মূসা আশআরী (রা.) বলেন-كَانَ اليَهُودُ يَتَعَاطَسُونَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُونَ أَنْ يَقُولَ لَهُمْ: يَرْحَمُكُمُ اللهُ، فَيَقُولُ: يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ.
ইহুদীরা রাসূলুল্লাহ (সা.)-এর কাছে হাঁচি দিত, যাতে এর জবাবে তিনি তাদেরকে يَرْحَمُكُمُ اللهُ (আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন) বলেন। কিন্তু তিনি তাদের উত্তরে বলতেন-يَهْدِيكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ
[আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করে দিন।] (জামে তিরমিযী, হাদিস: ২৭৩৯) -উমদাতুল কারী ২২/২২৬; ফাতহুল বারী ১০/৬১৯; রদ্দুল মুহতার ৬/৪১৪আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26224&preview=true