শুধু কুলি ও নাকে পানি দিলেই হবে কি

প্রশ্ন                                                                                                  

কেউ যদি ফরয গোসলে কুলি করতে ও নাকে পানি দিতে ভুলে যায় তাহলে পরে শুধু কুলি ও নাকে পানি দিলেই হবে নাকি পুনরায় গোসল করতে হবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ফরয গোসল অবস্থায় কেউ যদি কুলি ও নাকে  পানি না দেয় তাহলে তার গোসল অসম্পূর্ণ থেকে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে শুধু কুলি ও নাকে পানি দিলেই যথেষ্ট হবে। পুনরায় গোসল করার কোনো প্রয়োজন নেই। হাদিস শরিফে এসেছে,

‘আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আছে, এক লোক রাসূল (সা.)-এর কাছে এসে জিজ্ঞাসা করল, জনৈক ব্যক্তির ফরজ গোসলের সময় তার শরীরের কিছু অংশে পানি পৌঁছেনি। (এখন তার করণীয় কী?) রাসূল (সা.) বললেন, সে শুধু শরীরের ঐ অংশ ধুয়ে নিবে। এরপর (নামাজ পড়তে চাইলে) নামাজ পড়বে।’ [আল মুজামুল কাবীর, মাজমাউয যাওয়াইদ ১/৩৮১]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/25865/article-details.html

বিষয়সমূহ