ছাত্রীদের পড়া শোনা যাবে কি

প্রশ্ন                                                                                                  

আমি একজন মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষিকা। হায়েয অবস্থায় ছাত্রীদের কুরআন তেলাওয়াত শোনা যাবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত করা নিষিদ্ধ হলেও কুরআন তেলাওয়াত শ্রবণ নিষিদ্ধ নয়। বরং এ অবস্থায় কুরআন তেলাওয়াত শ্রবণ করা যাবে।

হাদিস শরিফে এসেছে,

كان النبي ﷺ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ ثُمَّ يَقْرَأُ الْقُرْآنَ

‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) আমার কোলে হেলান দিয়ে কুরআন তেলাওয়াত করতেন। আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম।’ [সহিহ বুখারি, হাদিস: ২৯৭;সহিহ মুসলিম, হাদিস: ৩০১]

কাজেই আপনি ছাত্রীদের তেলাওয়াত শুনতে পারবেন। কোথাও বলে দেওয়ার প্রয়োজন হলে পৃথক পৃথক করে একটি একটি শব্দ বলেও দিতে পারবেন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/25801/article-details.html