যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি রোযা রাখতে না পারলে কি ফিদয়া দিতে হবে
প্রশ্ন
আমার বাবা খুবই দরিদ্র। তিনি যাকাত গ্রহণের হকদার। এ বছর তিনি বার্ধক্যের কারণে রোযা রাখতে পারছেন না। জানতে চাই, তিনি যদি রোযা না রাখেন তাহলে কি ফিদয়া দিতে হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আল্লাহ তাআলা ইরশাদ করেন, (তরজমা) ‘আর যাদের রোযা রাখার সামর্থ্য নেই তারা একজন মিসকীনের খানা সমপরিমাণ ফিদয়া দিবে।’ [সূরা বাকারা : ১৮৪] সুতরাং দরিদ্র হলেও আপনার বাবাকে রোযার ফিদয়া আদায় করতে হবে। কারণ ফিদয়া পরিশোধের বিষয়টি যাকাত গ্রহণের উপযুক্ত হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট নয়। আলবাহরুর রায়েক ২/২৮৭; রদ্দুল মুহতার ২/৪২৭আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1770/article-details.html