ছেড়ে দিয়েছি বললে তালাক হবে কি

প্রশ্ন                                                                                                  

স্বামী ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রীকে বলে, তোকে ছেড়ে দিয়েছি। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক হবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যে সকল বক্তব্য তালাকের ক্ষেত্রে ইঙ্গিত মূলক সে সকল বাক্য দ্বারা তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত। নিয়ত পাওয়া গেলে এ তালাকে বায়েন পতিত হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ

‘আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল।’ [সহিহ বুখারি, হাদিস: ১]

তবে ছেড়ে দিয়েছি কথাটি বর্তমান সমাজে তালাকের জন্যেই ব্যবহৃত হয়। কাজেই উক্ত কথা বলার দ্বারা এক তালাক পতিত হয়ে গিয়েছে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/25314/article-details.html