আলেমদের কি এক সাল লাগানো আবশ্যক

প্রশ্ন                                                                                                  

আমাদের এলাকার তাবলীগের এক সাথী বললেন, আলেমদের জন্য আবশ্যক হল এ সাল লাগানো। তিনি দলিল দিয়েছেন, রাসূল (সা.) মুসআব (রা.)-কে মদীনায় পাঠিয়েছিলেন। সেখানে তিনি এক বছর ছিলেন। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু যুক্তিযুক্ত?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

উক্ত সাথীর বক্তব্য মূর্খতা সুলভ। কুরআন হাদিসে এ ব্যাপারে কোনো দলিল পাওয়া যায় না। এমনকি তিনি যে দলিল দিয়েছেন সেটাই এখানে খাটে না। কারণ মুসআব (রা.)-কে পাঠানো হয়েছিল মুয়াল্লিম হিসেবে। মুবাল্লিগ হিসেবে নয়। তাই আলেম হলে এ সাল লাগাতে হবে- এটা সঠিক কথা নয়।

তবে একজন আলেম যেহেতু আম্বীয়া কেরামের ওয়ারিশ। যেমন হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,

وإنَّ ‌العلماءَ ‌ورثةُ ‌الأنبياء

‘আলেমগণ নবীদের ওয়ারিশ।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৬৪১]

আর আম্বীয়গণ সারা জীবন তাবলিগের কাজও করেছেন তাই প্রতিটি আলেমের উচিৎ তাবলিগের কাজে বেশি বেশি অংশগ্রহণ করা উচিৎ।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/25218/article-details.html