নামাজে দুটি ভুলের জন্য কয়বার সাহু সেজদা করবে

প্রশ্ন                                                                                                         

আমি একবার ফজরের নামাজে ঊভয় সূরা মিলাতে ভুলে যাই পরবর্তীতে নামাজ শেষে একবার সাহু সেজদা করি জানতে চাই, আমার নামাজ কি সহিহ হয়েছে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, যেহেতু আপনি নামাজের শেষে সাহু সেজদা করেছেন সেহেতু আপনার নামাজ সহিহ হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন, ‘ভুলের জন্য সালামের পর দুইটি সেজদা রয়েছে।’[আবু দাউদ, হাদিস: ১০২২] উল্লেখ্য,যদিও নামাজে আপনার দুটি ভুল হয়েছে তবুও একবার সাহু সেজদা করলেই যথেষ্ট হবে। দুইবার সাহু সেজদা করা লাগবে না। ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭-২৮; ফাতাওয়া তাতারখানিয়া ১/৫৪৭ ও ১/৭৪১; বাদায়েউস সানায়ে ১/৪০৭; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; আলবাহরুর রায়েক ১/৩০০ ও ২/৯২,৯৯; আদ্দুররুল মুখতার ১/৪৬৫-৬৮; আলমুগনী ইবনে কুদামা ২/৪৩৭; আলমাবসূত সারাখসী ১/২২৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

  উত্তর দিচ্ছেন: . মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1761/article-details.html