শাওয়াল মাসে ছয়টি রোযা রাখার ফযিলত কী
প্রশ্ন
অনেকের কাছে শাওয়াল মাসে ছয়টি রোযা রাখার কথা শুনি। জানতে চাই, এই রোযাগুলো রাখার ফযিলত কী? দয়া করে কোরআন-হাদিসের আলোকে জানাবেন।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রমযান মাসে রোযা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রোযা রাখবে (ঈদের দিন বাদে) তার জন্য হাদিসে বিশেষ পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে, হযরত আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ অর্থ: “যে ব্যক্তি পুরো রমযান এবং এর পরে শাওয়ালের ছয়টি রোযা রাখল সে যেন পুরো এক বছর রোযা রাখল”। [সহিহ মুসলিম, হাদিস:২৮১৫] তাই প্রতিটি মুসলমানেরই এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিৎ। ইকমালুল মুলিম ৪/১৩৯; ফয়যুল কাদীর ৬/১৬১; ফাতহুল মুলহিম ৩/১৮৭; মাআরিফুস সুনান ৫/৪৪৪; আউনুল মাবুদ ৭/৬৩আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1758/article-details.html