ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে জানতে কোন বইগুলো পড়া অতিব জরুরি
প্রশ্ন
একজন মুসলিম হিসেবে ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে জানতে কোন বইগুলো পড়া অতিব জুরুরি? একটা বুকলিস্ট দিলে উপকৃত হতাম।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি ইসলামের মৌলিক বিষয়াদি জানার জন্য কিছু কিতাবের নাম চেয়েছেন। এ ধরনের কিতাব একেবারেই কম নয়। এগুলো নির্বাচন করতে গিয়ে মানুষের রুচির মাঝে কিছু পার্থক্য থাকতেই পারে। আমরা আপনার জন্য একেবারে প্রাথমিক কিছু বই নির্বাচন করেছি। এ বইগুলো পড়লে আশা করি আপনি ইসলামের মৌলিক বিষয়াদি জানতে পারবেন। আলকোরআন (সাথে তাফসীরে তাওযীহুল কুরআন -মুফতি তাকি উসমানী) আকীদাতুত তহাবী – ইমাম তহাবী রিয়াযুস সালেহীন -ইমাম নববী ইসলামকে জানতে হলে –মাওলানা আবু তাহের মেসবাহ মানবজীবনে হারামের অনুপ্রবেশ -শায়খ সালেহ আল মুনাজ্জিদ তালিমুল ইসলাম -মুফতি কেফায়াতুল্লাহ ঈমানের হাকীকত -সাইয়েদ আবুল আ‘লা মওদুদী ঈমান সবার আগে –মাওলানা আবদুল মালেক হাদিসের নামে জালিয়াতি -খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তাসাউফ: তত্ত্ব ও বিশ্লেষণ –মাওলানা আবদুল মালেক উম্মাহর ঐক্য: পথ ও পন্থা -মাওলানা আবদুল মালেকআল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1755/article-details.html