মৃত বাবার সম্পত্তিতে ছেলে কত ভাগ পাবে এবং মেয়ে কত ভাগ ভাবে
প্রশ্ন
একটি মেয়ে তার বাবা, মা, স্বামী, সন্তান নাই, ১ ভাই এর ১টি ছেলে এবং ২ বোনের ছেলে, মেয়ে আছে। মেয়েটি মারা গেলে কে কে কতটুকু ওয়ারিশ হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার প্রশ্নটি স্পষ্ট নয়। আপনার প্রশ্নটি যদি এমন হয়ে থাকে যে, মেয়েটির এক ভাই, ভাইয়ের একটি ছেলে, দুই বোনের দুই ছেলে-মেয়ে আছে। এ ছাড়া অন্য কোনো ওয়ারিশ নেই তাহলে মেয়েটি মৃত্যুবরণ করার পর তার সম্পত্তি নিম্নোক্ত হারে বণ্টিত হবে। এক ভাই ৫০% দুই বোন ২৫% + ২৫% আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ‘পুরুষ পাবে নারীর অর্ধেক।’ [সূরা নিসা, আয়াত: ১১] ভাই বা বোনের সন্তানরা কোনো সম্পত্তি পাবে না। আসসিরাজী, পৃ.১৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1753/article-details.html