চুক্তি শুদ্ধ না হলে লাভ কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন                                                                                                  

আমি আমার বন্ধুকে ব্যবসার জন্য ১ লক্ষ টাকা দিয়ে বলেছি, ১ বছরে যা লাভ হবে তার ৩০% পার্সেন্ট আমাকে দিতে হবে। পরবর্তীতে জানতে পারি উক্ত চুক্তি শুদ্ধ হয়নি। বছর শেষ হয়েছে। জানতে চাচ্ছি, এখন লাভ কিভাবে বণ্টন হবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আপনি যেভাবে চুক্তি করেছেন তা শুদ্ধ হয়নি। প্রশ্নোক্ত বর্ণনানুযায়ী যেহেতু বছর অতিক্রান্ত হয়েছে তাই এখন আপনি আপনার ১ লক্ষ টাকার উপর যে লাভ অর্জিত হয়েছে তা পুরোটা পাবেন। আর আপনার বন্ধু ন্যায্য পারিশ্রমিক পাবে।

আদ্দুররুল মুখতার ৫/৬৪৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/24805/article-details.html