আমানতের টাকা না বলে ব্যবসায় খাটানো যাবে কি

প্রশ্ন                                                                                                  

আমি এক ব্যক্তিকে বাড়ি বানানোর জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু কাজ ধরতে দেরি হওয়ায় সে উক্ত টাকা থেকে ৫ লক্ষ টাকা আমার অনুমতি ছাড়া ব্যবসায় খাটিয়েছে। জানতে চাচ্ছি, তার এ কাজটি কি ঠিক হয়েছে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আমানতের খেয়ানত করা শরিয়তের দৃষ্টিতে নাজায়েয। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ

‘মুনাফিকের আলামত তিনটি। কথা বললে মিথ্যা বলে। ওয়াদা করলে ভঙ্গ করে। আর আমানত রাখা হলে খেয়ানত করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৩]

আমানতের বস্তুতে আমানতদার ব্যক্তি কোনোরূপ হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং উক্ত ব্যক্তির এ কাজটি সঠিক হয়নি।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/24787/article-details.html