শাওয়ালের রোযা সোমবার ও বৃহস্পতিবার রাখার ফযিলত কী

প্রশ্ন                                                                                                         

আমি শাওয়াল মাসের ছয় রোযা সোমবার ও বৃহস্পতিবার রাখতে চাচ্ছি। যেন সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযিলতও অর্জন করতে পারি। জানতে চাচ্ছি,  এভাবে রোযা রাখলে আমি কি উভয় ফযিলত লাভ করব?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রিয় ভাই, ইনশাআল্লাহ, এভাবে রোযা রাখার দ্বারা আপনি শাওয়াল মাসের ছয় রোযার ফযিলত এবং সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযিলত উভয়টিই লাভ করতে পারবেন। হাদিস শরিফে এসেছে, রাসূল সা. বলেন, ‘নিশ্চয় আমলসমূহ নিয়ত অনুযায়ীই ধর্তব্য হয়।’ (সহিহ বুখারি, হাদিস:৬৬৮৯) ফাতাওয়া ইসলামিয়্যাহ ২/১৫৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

  উত্তর দিচ্ছেন: . মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1633/article-details.html