ঋতুস্রাব অবস্থায় যিকির-আযকার ও দোয়া-দরুদ পড়া যাবে কি
প্রশ্ন
ঋতুস্রাব অবস্থায় যিকির-আযকার ও দোয়া-দরুদ পড়া যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঋতুস্রাব অবস্থায় কোরআন তেলাওয়াত ব্যতীত যাবতীয় যিকির-আযকার ও দোয়া-দরুদ পড়া যাবে। এতে কোনো সমস্যা নেই। এ ছাড়া কোরআন মাজিদের যে সকল আয়াতে দোয়ার অর্থ রয়েছে ঋতুমতী নারীর জন্য দোয়ার নিয়তে সেগুলোও পাঠ করা জায়েয আছে। তাই কোনো নারীর ঋতুস্রাব হলে তিনি যিকির-আযকার বন্ধ করবেন না। আদদুররুল মুখতার ১/৫৩৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৩৮আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1632/article-details.html