আত্মহত্যাকারীর জানাযার নামাজ পড়া যাবে কি
প্রশ্ন
আত্মহত্যাকারীর জানাযার নামাজ পড়া যাবে কি?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আত্মহত্যা করা মারাত্মক কবিরা গুনাহ। এর শাস্তি খুবই ভয়াবহ। হাদিস শরিফে এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে। সাবেত ইবনে দাহহাক (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, مَن قتل نفسه بشيء في الدنيا عذب به يوم القيامة অর্থ: ‘যে ব্যক্তি দুনিয়ার কোনো জিনিস দ্বারা আত্মহত্যা করল কিয়ামতের দিন তাকে তা দ্বারা শাস্তি দেয়া হবে।’ (সহিহ বুখারি, হাদীস: ৬৬৪৭; সহিহ মুসলিম, হাদিস: ৩১৬) তবে তার জানাযা নামাজ পড়া হবে। যদিও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাযায় উপস্থিত হবে না। শরহুন নববী আলা মুসলিম ৩/৪০৫আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1629/article-details.html