ইস্তিঞ্জা বা টয়লেটে যাওয়ার সুন্নাতগুলো কী কী
প্রশ্ন
ইস্তিঞ্জা বা টয়লেটে যাওয়ার সুন্নাতগুলো কী কী?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
১। উন্মুক্ত স্থানে ইস্তিঞ্জা করলে এমন স্থানে ইস্তিঞ্জা করা যেখানে মানুষের দৃষ্টি পড়বে না। [আবু দাউদ, হাদিস: ২] ২। এমন নীচু ও নরম স্থানে পেশাব করা যেখান থেকে পেশাবের ছিটা শরীরে লাগবে না। [মুসনাদে আহমাদ, হাদিস: ১৯৫৩৭] ৩। মাথা ঢেকে ইস্তিঞ্জায় যাওয়া। [বাইহাকী, হাদিস: ৪। ৪৬৫] ৪। আল্লাহ তা’আলা বা রাসূল সা.-এর নাম কিংবা কুরআনের লিখিত কোনো আয়াত নিয়ে ইস্তিঞ্জায় না যাওয়া। [তিরমিযি, হাদিস: ১৭৪৬] ৫। রাস্তায়, পানিতে, গোসল খানায়, ছায়াদার গাছের নিচে কিংবা কোনো গর্তে ইস্তিঞ্জা না করা। [সহিহ মুসলিম,হাদিস: ৬৪১,৬৮১] ৬। জুতা,স্যান্ডেল পরিধান করে যাওয়া। [বাইহাক্বী, হাদিস: ৪৬৫] ৭। টয়লেটে প্রবেশের পূর্বে প্রথমে بِسْمِ اللَّهِ পড়ে অতঃপর এই দুআ পড়া- اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ [ফাতহুল বারী ১/২৪৪; সহিহ বুখারি, হাদিস: ১৪২; ইবনে মাজাহ, হাদিস: ২৯৭] খোলা ময়দানে ইস্তিঞ্জা করলে কাপড় উঠানোর পূর্বে উক্ত দুআ পড়বে। ৮। বাম পা দিয়ে প্রবেশ করা। [আবু দাউদ, হাদিস: ৩২] ৯। যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে কাপড় খোলা। [তিরমিজী, হাদিস: ১৪) ১০। ইস্তিঞ্জার সময় কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। [সহিহ বুখারি, হাদিস: ১৪৪] ১১। বসে ইস্তিঞ্জা করা। [নাসায়ি, হাদিস: ২৯] ১২। বাম পায়ে ভর দিয়ে বসা। [তাবারানি, আল-মুজামুল কাবীর, হাদিস: ৬৬০৫] ১৩। ইস্তিঞ্জার সময় বিনা প্রয়োজনে কোনো প্রকার কথা না বলা। [আবু দাউদ, হাদিস: ১৫] ১৪। পেশাব ও নাপাক পানির ছিটা থেকে সতর্কতার সাথে বেঁচে থাকা। [সহিহ বুখারী, হাদিস: ২১৮] ১৫। পায়খানার পর পানি ব্যবহারের পূর্বে তিন বার ঢিলা-কুলুখ বা টয়লেট পেপার ব্যবহার করা। [সহিহ মুসলিম, হাদিস: ৯৩০] ১৬। পেশাবের পর ঢিলা-কুলুখ ব্যবহার করা। [মুসনাদে আহমাদ, হাদিস: ১৯০৭৬] ১৭। ঢিলা -কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করা। [সহিহ বুখারি, হাদিস: ১৫০] ১৮। বাম হাত দিয়ে ইস্তিঞ্জা না করা এবং ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ না করা। [সহিহ বুখারি হাদিস: ১৫৪ ১৯। হাড্ডি, কয়লা বা গোবর ঢিলা-কুলুখ হিসাবে ব্যবহার না করা। [আবু দাউদ, হাদিস: ৩৯] ২০। ডান পা দিয়ে বের হওয়া। [আহমাদ, হাদিস: ২৬৫০৭ ২১। বের হয়ে এই দুআ পড়া- غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي [তিরমিযি, হাদিস: ৭]আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1625/article-details.html