উমরার ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী

প্রশ্ন                                                                                                         

উমরার ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

উমরার ফরজ দুটি এবং ওয়াজিব দুটি ফরজ দুটি নিম্নরূপ: ১। ইহরাম গ্রহণ করা ২। বাইতুল্লাহ তাওয়াফ করা  ওয়াজিব দুটি নিম্নরূপ: ১। সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা। ২। মাথার চুল মুণ্ডানো অথবা ছেঁটে ফেলা।  হাদিস শরিফে এসেছে, আবদুর রহমান ইবনে আমর বলেন, ‘আমরা হযরত উসমান (রা.)-এর সঙ্গে মক্কায় এসেছি। তাঁকে দেখেছি, তিনি মক্কা থেকে বের হওয়ার আগে ইহরাম খুলতেন না। তিনি শুধু বাইতুল্লাহ শরিফের তাওয়াফ করতেন এবং সাফা-মারওয়ার মাঝে সাঈ করতেন। এরপর মাথা মুণ্ডিয়ে ফেলতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৭৮৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

  উত্তর দিচ্ছেন: . মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1621/article-details.html