বাড়ির পাশের নামাজ-ঘরে ইতিকাফ করার বিধান
প্রশ্ন
আমাদের বাড়ির পাশের নামাজ-ঘরে ইতিকাফ করলে ইতিকাফ কি সহিহ হবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উল্লেখ্য,আমাদের মহল্লার মসজিদ বাড়ি থেকে কিছুটা দূরে। খাবার আনা-নেওয়ার জন্য কেউ নেই। পুরুষের ইতিকাফ সহিহ হওয়ার জন্য শরয়ী মসজিদ হওয়া জরুরি। যেহেতু নামায-ঘর শরয়ি মসজিদ নয় তাই সেখানে ইতিকাফ সহিহ হবে না। তাই ইতিকাফে বসতে চাইলে মসজিদেই বসতে হবে। আর খানা আনা-নেওয়ার জন্য কাউকে না পেলে খানা আনার জন্য বাড়িতে যেতে পারবেন। তবে বিনা কারণে দেরি করা যাবে না। সূরা বাকারা ১৮৭; সুনানে আবু দাউদ ৩৩৫; ফাতাওয়া খানিয়া ১/২২১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৭; তাবয়ীনুল হাকায়েক ১/৩৪৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২১১; রদ্দুল মুহতার ২/৪৪০আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1572/article-details.html