যিলহজ্ব মাসের প্রথম দশকে চুল এবং নখ কাটার বিধান কী

প্রশ্ন                                                                                                         

যিলহজ্ব মাসের প্রথম দশ দিন চুল এবং নখ ইত্যাদি কাটার হুকুম কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হযরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তি যিলহজ্ব মাসের চাঁদ দেখে এবং কুরবানি করার ইচ্ছা রাখে সে যেন চুল-নখ না কাটে।’[সহীহ মুসলিম, হাদীস:১৯৭৭ ] এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম বলেন,যারা কুরবানি করবেন তাদের জন্য যিলহজ্বের প্রথম দশ দিন চুল-নখ,শরীরের অবাঞ্ছিত পশম না কাটা মুস্তাহাব। তবে শর্ত হলো, এই দশ দিন সহ চুল-নখ না কাটার সময় চল্লিশ দিন অতিবাহিত হতে পারবে না। যদি এই দশ দিনের মধ্যে চল্লিশ দিন পুরা হয়ে যায় তাহলে চল্লিশ দিন হওয়ার আগেই কেটে ফেলতে হবে। রদ্দুল মুহতার ২:১৮১; তুহফাতুল আহওয়াযী ৫: ৯৮; ফাতাওয়া রহীমিয়্যা ২:৮৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

  উত্তর দিচ্ছেন: . মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1536/article-details.html