ঈদের নামাজে সানা পড়ার সময়
প্রশ্ন
ঈদের নামাজে সানা কখন পড়বে? প্রথম তাকবিরের পরে না অতিরিক্ত তাকববিরের পরে? জনৈক আলেম বলেছেন, অতিরিক্ত তাকবিরের পরে পড়বে। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অধিক বিশুদ্ধ মতানুযায়ী ঈদের সালাতেও প্রথম তাকবিরের পরে অতিরিক্ত তাকবিরের আগেই সানা পাঠ করবে। বাদায়েউস সানায়ে ১/৬১৯; আলমুহীতুল বুরহানী ২/৪৮০; তাহতাবী আলামারাকী পৃ. ২৯১; আদ্দুররুল মুখতার ২/১৭২আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/1531/article-details.html