ময়লাযুক্ত চোখের পানি কি নাপাক

প্রশ্ন                                                                                                  

চোখ উঠলে চোখ থেকে ময়লাযুক্ত পানি বের হয়। জানতে চাচ্ছি, তা কি নাপাক?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্বাভাবিকভাবে চোখ থেকে বের হওয়া চোখের পানি অপবিত্র নয়। তা ময়লাযুক্ত হলেও নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

يَا عَمَّارُ ، مَا نُخَامَتُكَ وَدُمُوعُ عَيْنَيْكَ وَالْمَاءُ الَّذِي فِي رِكْوَتِكَ إِلَّا سَوَاءٌ

‘হে আম্মার! তোমার নাকের শ্লেষ্মা, তোমার উভয় চোখের অশ্রু এবং তোমার এই পানির পাত্রের পানি একই সমান।’ [সুনানে দারাকুতনী, হাদিস: ৪৫০]

তবে চোখ থেকে যদি পুঁজ বের হয় বা চোখে কোনো ক্ষত হয়ে সেখান থেকে পানি বের হয় তাহলে তা নাপাক হিসেবে গণ্য হবে।

আলবাহরুররায়েক১/৩৫; আদ্দুররুলমুখতার১/৩০৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/22319/article-details.html