যে নারী পুরুষের মিরাস নীতি মানে না সে কি কাফের

প্রশ্ন                                                                                                  

যে ব্যক্তি বলে, নারী পুরুষের অর্ধেক পাবে এ বিধান মানি না। বরং তাদেরকে সমান সমান দিতে হবে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি তার ঈমান চলে যাবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নারী পুরুষের অর্ধেক পাবে এটা কুরআনের বিধান। অকাট্যভাবে এ বিধান প্রমাণিত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنْثَيَيْنِ

‘আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ।’ [সূরা নিসা, আয়াত: ১১]

কাজেই এ বিধান যে মানবে না তার ঈমান চলে যাবে। নতুন করে তার ঈমান নবায়ন করে নিতে হবে। অন্যথায় কাফের অবস্থায় তার মৃত্যু হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/21984/article-details.html