মেয়েকে নিয়ে যান সংসার করব না বললে তালাক হবে কি

প্রশ্ন                                                                                                  

জনৈক ব্যক্তি ঝগড়ার সময় শ্বশুরকে ফোন দিয়ে বলে, আপনার মেয়েকে নিয়ে যান। আমি তার সাথে আর সংসার করব না। এ কথা বলার সময় তার মনে তালাকের নিয়ত ছিল। প্রশ্ন হল, এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রশ্নে উল্লেখিত কথাটি তালাকের ক্ষেত্রে ইঙ্গিত মূলক বাক্য। এ জাতীয় বাক্য দ্বারা তালাক পতিত হওয়ার জন্য নিয়ত শর্ত। নিয়ত পাওয়া গেলে এ তালাকে বায়েন পতিত হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ

‘আমলসমূহ নিয়তের উপর নির্ভরশীল।’ [সহিহ বুখারি, হাদিস: ১]

যেহেতু উক্ত ব্যক্তির নিয়ত পাওয়া গেছে তাই এক তালাকে বায়েন পতিত হয়েছে। কাজেই তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আর যদি এ কথার দ্বারা তিন তালাকের নিয়ত করে থাকে তাহলে তিন তালাকই পতিত হবে।

রদ্দুল মুহতার ৫/৪০; আল বাহরুর রায়েক ৩/৩০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/21954/article-details.html