ওষুধের মাধ্যমে আসা দুধ খাওয়ালে দুধ পিতা হবে কি

প্রশ্ন                                                                                                  

আমাদের এলাকার এক মেয়ে বাচ্চা জন্মের পরপর তার মা মারা যায়। তার ফুফু তার দায়িত্ব নেয়। কিন্তু ফুফুর বুকে দুধ না থাকায় সে ওষুধ খেয়ে দুধ নিয়ে আসে। জানতে চাচ্ছি, এই বাচ্চা উক্ত দুধ খেলে তার ফুফা তার দুধ পিতা হবে কি?

উত্তর                                                                                                

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত বর্ণনানুসারে উক্ত নারী যেহেতু ওষুধের মাধ্যমে দুধ এনেছে, বাচ্চার কারণে তার বুকে দুধ আসেনি, তাই উক্ত দুধ খাওয়ার কারণে বাচ্চার ফুফা তার দুধ পিতা সাব্যস্থ হবে না।

তবে বাচ্চাটির ফুফু তার দুধ মা হিসেবে সাব্যস্থ হবে। সে হিসেবে উক্ত বাচ্চা মেয়ে তার ফুফার স্ত্রীর দুধ মেয়ে হওয়ায় তার মাহরাম হিসেবে গণ্য হবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ

‘তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে (তাদের বিয়ে করা হারাম)।’ [সূরা নিসা, আয়াত: ২৩]

এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বাগাভী (রহ.) লিখেন,

‘স্বামীর জন্য হারাম হবে তার সহবাসকৃতা স্ত্রীর কন্যা ও সন্তানদের কন্যারা এভাবে যত অধঃস্তন রয়েছে। চাই তারা বংশীয় মাধ্যমে স্ত্রীর সন্তান হোক কিংবা দুধ সম্পর্কীয় মাধ্যমে সন্তান হোক। [তাফসীরে বাগাভী ২/১৯০]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/21613/article-details.html